২রা জুলাই, ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) কোন দেশ ২০১৮ সালের পুরুষদের চ্যাম্পিয়ন ট্রফি (হকি) জিতল?
২) কোন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি "ICC হল অফ ফেম"-এ অন্তর্ভুক্ত হলেন?
৩) 'Eleventh Hour' বইটি কার লেখা?
৪) সম্মিলিত জাতিপুঞ্জ এবছর ৩০শে জুন দিনটিকে কোন দিবস হিসেবে চিহ্নিত করল?
৫) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নতুন ডিরেক্টর জেনারেল কে হলেন?
৬) তামিলনাড়ুর প্রথম লিঙ্গান্তরিত (ট্রান্সজেন্ডার) আইনজীবী কে?
৭) ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি 'হেরিটেজ সাইট' রয়েছে?




উত্তর
১) অস্ট্রেলিয়া।
২) রাহুল দ্রাবিড়।
৩) হুসেইন জাইদি।
৪) International Day of Parliamentarism.
৫) অ্যান্টোনিও ভিটোরিনো।
৬) সীতা বিশ্বাস।
৭) মহারাষ্ট্র।
কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।