১লা জুলাই'১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) ১লা জুলাই ভারতের কোন জাতীয় দিবস হিসেবে পালিত হয়?
২) ২০১৮ সালের মহিলা হকি বিশ্বকাপ কোথায় আয়োজিত হবে?
৩) কার অধিনায়কত্বে ভারতীয় দল 'কাবাডি মাস্টার্স ২০১৮' (দুবাই) খেতাব জিতল?
৪) GST কবে থেকে কার্যকর হয়েছিল?
৫) সাম্প্রতিক রিপোর্ট অনুসারে বিশ্বজুড়ে সাইবার আক্রমণের নিরীখে ভারতের স্থান কত?
৬) এবছর রাজর্ষি শাহু পুরষ্কারের জন্য কে মনোনীত হলেন?




উত্তর
১) জাতীয় চিকিৎসক দিবস(National Doctors Day, স্বনামধন্য ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষ্যে পালিত হয়)।
২) লন্ডন, ইংল্যান্ড।
৩) অজয় ঠাকুর।
৪) ১লা জুলাই, ২০১৭।
৫) চতুর্থ।
৬) বিশিষ্ট সমাজসেবী পুষ্পা ভাবে।
কারেন্ট এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।