১) ৩০শে জুন কোন বিশেষ দিবস হিসেবে চিহ্নিত?
২) 'বেদবিজ্ঞান আলোক' বইটি কার লেখা?
৩) কর্ণাটকের নবনিযুক্ত মুখ্য সচিব কে?
৪) কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত 'ReUnite' এপ্লিকেশনটির উদ্দেশ্য কী?
৫) গ্লোবাল রিয়েল এস্টেট ট্রান্সপারেন্সি ইনডেক্সে (GRETI) ভারতের স্থান কত?
৬) Mercer-এর কস্ট অফ লিভিং সার্ভে ২০১৮ অনুযায়ী ভারতের সবথেকে খরচবহুল শহর কোনটি?
উত্তর
১) সোশ্যাল মিডিয়া দিবস।
২) আচার্য অগ্নিভারত নৈষ্ঠিক।
৩) বিজয় ভাস্কর (মুখ্য সচিব হলেন সংশ্লিষ্ট রাজ্যের শীর্ষস্থানীয় আমলা)।
৪) হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করা।
৫) ৩৫ তম।
৬) মুম্বাই (সারা বিশ্বের মধ্যে খরচবহুল হংকং)।
কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।