১) আজ (৪ঠা জুলাই) কোন দেশের স্বাধীনতা দিবস?
২) আগরতলা বিমানবন্দরের নতুন কী নামকরণ হল?
৩) ভারতের প্রথম ইলেকট্রনিক বর্জ্য পদার্থের নবীকরণ ইউনিট স্থাপিত হতে চলেছে?
৪) নীতি আয়োগের তত্ত্বাবধানে ভারতের প্রথম “গ্লোবাল মোবিলিটি সামিট” কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?
৫) বেহদিয়েঙ্খলাম (Behdienkhlam) কোন রাজ্যের লোক উৎসব?
উত্তর
১) মার্কিন যুক্তরাষ্ট্র (১৭৭৬ সালের ৪ঠা জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল)।
২) মহারাজা বীর বিক্রম মানিক্য কিশোর বিমানবন্দর।
৩) ব্যাঙ্গালুরু।
৪) নতুন দিল্লি।
৫) মেঘালয়।
কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।