১) ভারতীয় নির্বাচন কনিশন ‘নির্বাচন বিধি’ ভঙ্গের অভিযোগ জানানোর জন্য কোন মোবাইল এপ্লিকেশনটি প্রকাশ করল?
২) Sports Authority of India-র নাম পরিবর্তন করে কোন নাম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
৩) কোন রাজ্য গরিব কৃষক এবং শ্রমিকদের বিদ্যুৎ-বিল সাশ্রয়কারী ‘সম্বল’ প্রকল্প চালু করল?
৪) কোন ভারতীয় সেনা আধিকারিক ‘আয়রনম্যান কম্পিটিশন’ সম্পূর্ণ করলেন?
৫) ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ফুড সায়েন্স এন্ড টেকনোলজি কোথায় আয়োজিত হতে চলেছে?
উত্তর
১) সিভিজিল (cVigil)।
২) স্পোর্টস ইন্ডিয়া (Sports India)।
৩) মধ্য প্রদেশ।
৪) বিক্রম ডোগরা।
৫) ভারতে।
কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।