৬ই জুলাই, ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) কোথায় বিশ্বের প্রথম ডিজিট্যাল আর্ট মিউজিয়াম উদ্বোধন করা হল?
২) UNESCO ভারতের কোন রাজ্যে ‘ডিজাইন ইউনিভার্সিটি ফর গেমিং’ স্থাপন করতে চলেছে?
৩) এই প্রথম কোনো লিঙ্গান্তরিত মহিলা ‘মিস ইউনিভার্স স্পেন’ হলেন। কী নাম তার?
৪) ভারতের কোথায় প্রথম ট্যাক্সি এম্বুলেন্স পরিষেবা শুরু হল?
৫) পেমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়া-র নতুন চেয়ারম্যান কে?



উত্তর
১) জাপানের টোকিওতে।
২) অন্ধ্র প্রদেশে।
৩) এঞ্জেলা পোনস।
৪) দিল্লিতে।
৫) বিশ্বাস প্যাটেল।
কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।