৭ই জুলাই, ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ২০১৮ তালিকায় ভারতের কোন স্থাপত্যটি অন্তর্ভুক্ত হল?
২) কোন রাজ্য অপুষ্টির মোকাবিলার জন্য 'পোষণ অভিযান' শুরু করল?
৩) NSG-এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে?
৪) ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নতুন চেয়ারম্যান কে?
৫) কোন রাজ্যে বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য 'অন্নপূর্ণা মিল্ক স্কিম' চালু করল?
৬) ১৫ই জুলাই, ২০১৮ থেকে কোন রাজ্যে প্লাস্টিক ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে?



উত্তর
১) মুম্বাইয়ের Victorian Gothic and Art Deco Ensembles
২) গুজরাট।
৩) রাজনাথ সিং (NSG= ন্যাশনাল সিকিউরিটি গার্ড)।
৪) আদর্শ কুমার গোয়েল।
৫) রাজস্থান।
৬) উত্তর প্রদেশ।
কারেন্ট এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।