৮ই জুলাই, ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার কোথায় সোনা জিতলেন?
২) আন্তর্জাতিক গোল টেবিল বৈঠক “Data for New India” কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
৩) ভারত সফররত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির নাম কী?
৪) বর্তমানে বিশ্বের তৃতীয় ধনীতম ব্যক্তি কে?
৫) আয়রনম্যান প্রতিযোগিতা সম্পন্নকারী সবথেকে বয়স্ক মহিলা কে?



উত্তর
১) তুরস্কে আয়োজিত ‘জিমন্যাস্টিক ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে’ (ভল্ট ইভেন্টে)।
২) নতুন দিল্লি।
৩) মুন জা ইন।
৪) মার্ক জুকারবার্গ (ফেসবুকের প্রতিষ্ঠাতা)।
৫) অঞ্জু খোসলা।
কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।