১) BRICS সিনে উৎসবে কোন ভারতীয় সিনেমা সেরা সিনেমার পুরষ্কার পেল?
২) কোন রাজ্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যোগ (Yoga) বাধ্যতামূলক করল?
৩) জিম্বাবুয়ের রাষ্ট্রপতি নির্বাচনে কে জিতলেন?
৪) কোন রাজ্য একটি উন্নত গুণমানের B-Hub (বায়োফার্মা হাব) তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে?
৫) কোন রাজ্য সরকার উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য একটি i-hub (ইন্টেলিজেন্স হাব) তৈরি করতে চলেছে?
উত্তর
১) নিউটন (রাজকুমার রাও অভিনীত)।
২) কর্ণাটক।
৩) এমার্সন মন্যঙ্গাগওয়া।
৪) তেলেঙ্গানা।
৫) অন্ধ্র প্রদেশ।
চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।