১) এবছর কোন দুই ভারতীয় এবছর রমন ম্যাগস্যাসে পুরষ্কারে ভূষিত হলেন?
২) ভারতের প্রথম সরকারি সম্পূর্ণ মহিলা-পরিচালিত হোটেলটির নাম কী?
৩) পশ্চিমবঙ্গের (ইংরেজিতে West Bengal) নতুন নাম কী হল?
৪) ইংল্যান্ডের Barmy Army Club-এর দেওয়া ২০১৭-১৮ সালের জন্য ‘ইন্টারন্যাশনাল প্লেয়ার অফ দি ইয়ার’ পুরষ্কার কে পেলেন?
৫) বিশ্ব আশাবাদ সূচকে (Global Optimism Index) ভারতের স্থান কত?
৬) ইউনিসেফ আয়োজিত ১৮তম ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভাল কোথায় আয়োজিত হচ্ছে?
৭) ন্যাশনাল ট্রেডার্স কনক্লেভ ২০১৮ কোথায় আয়োজিত হয়েছে?
উত্তর
১) ভারত ভাটওয়ানি এবং সোনম ওয়াংচুক।
২) Hostess (কেরালাতে)।
৩) বাংলা।
৪) বিরাট কোহলি।
৫) ভারত ৬ষ্ঠ (প্রথম স্থানে ইন্দোনেশিয়া)।
৬) কলকাতায়।
৭) নতুন দিল্লি।
কারেন্ট এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।