১) আজকের দিনটি (২৮শে জুলাই) কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
২) সম্মিলিত জাতীপুঞ্জ (UN) কোন ভারতীয় বিমানবন্দরকে ‘চ্যাম্পিয়ন অফ দি আর্থ’ পুরষ্কার দিল?
৩) ৩য় বার্ষিক কবীর উৎসব আয়োজিত হয়েছে?
৪) হস্তী সংরক্ষণের জন্য কোন রাজ্যে ‘গজযাত্রা’ প্রচার অভিযান শুরু হল?
৫) কোন রাজ্য দিব্যাঙ্গদের জন্য পৃথক দপ্তর তৈরির পরিকল্পনা নিয়েছে?
৬) ওয়ার্ল্ড জুনিয়র স্কুয়াশ চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হচ্ছে?
উত্তর
১) বিশ্ব হেপাটাইটিস দিবস।
২) কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর।
৩) বেনারস।
৪) দিল্লি।
৫) আসাম।
৬) চেন্নাই।
কারেন্ট এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।