২৯শে জুলাই, ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) বিশ্ব ব্যাঘ্র দিবস (World Tiger Day) কবে পালিত হয়?
২) কোন ভারতীয় কিশোরী সম্প্রতি আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো?
৩) কোন অভিনেত্রীকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়-এর সাম্মানিক ডি.লিট দেওয়া হল?
৪) সদ্য প্রয়াত বিশ্বের সবথেকে বয়স্ক মানুষটির নাম কী?
৫) ভারতের সকল প্রধানমন্ত্রীদের জন্য মিউজিয়ামটি কোথায় নির্মিত হতে চলেছে?
৬) ICC কোন দেশে ক্রিকেটের প্রচারের উদ্দেশ্যে ‘স্যানো ক্রিকেট কারি ফেস্টিভাল’ আয়োজন করল?
৭) কোন রাজ্য নাগরিকদের জন্য স্মার্টফোন বিষয়ক “সঞ্চার ক্রান্তি যোজনা” শুরু করতে চলেছে?
৮) হাঙ্গারিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতলেন?



উত্তর
১) ২৯শে জুলাই।
২) শিবাঙ্গি পাঠক (হরিয়ানার মেয়ে, বয়স ১৭ বছর)।
৩) শর্মিলা ঠাকুর।
৪) চিও মিয়াকো (জাপানের নাগরিক, ১১৭ বছর বয়সে মারা গেলেন)।
৫) নতুন দিল্লীতে।
৬) জাপান।
৭) ছত্রিশগড়।
৮) লিউইস হ্যামিলটন।
কারেন্ট এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।