৩০শে জুলাই, ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) সম্মিলিত জাতিপুঞ্জ আজকের দিনটি কোন দিবস হিসেবে চিহ্নিত করেছে?
২) বর্তমানে বিশ্বের সবথেকে বয়স্ক মানুষটির নাম কী?
৩) Love Int’l Film Festival-এ কোন অসমীয়া ভাষার ছবিটি সেরা ছবির পুরষ্কার জিতল?
৪) কোন ভারতীয় রাশিয়ান ওপেন ব্যাডমিন্টন ট্রফি জিতল?
৫) সম্প্রতি কোন ভারতীয় সাঁতারু এশিয়ার প্রথম সাঁতারু হিসেবে ইংল্যান্ড-ফ্রান্স চ্যানেল পার হল?
৬) ইন্টারন্যাশনাল আর্মি গেম ২০১৮ কোথায় আয়োজিত হবে?


উত্তর
১) World Day Against Trafficing in Persons (মানব পাচারের বিরুদ্ধে পালিত আন্তর্জাতিক দিবস। ২০১৪ সাল থেকে পালিত হয়ে আসছে)।
২) কেন তানাকা (Kane Tanaka, জাপান, বয়স-১১৫ বছর)
৩) ঝইবোটে ঢেমালিট (Xhoihobote Dhemalite অর্থাৎ রামধনু খেত)
৪) সৌরভ বর্মা।
৫) প্রভাত কোলি(বয়স-১৯ বছর)।
৬) মস্কো, রাশিয়া।
কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।