১) কোন মেট্রো বিশ্বের প্রথম ‘গ্রিন মেট্রো’র তকমা পেল?
২) আজ (৩১শে জুলাই) কোন ভারতীয় সাহিত্যিকের ১৩৮তম জন্মবার্ষিকী?
৩) ভারতের প্রথম শুধুমাত্র মহিলাদের জন্য ‘স্কিল ট্রেনিং সেন্টার’ কোথায় চালু হল?
৪) TCS কে হারিয়ে কোন ভারতীয় কোম্পানি দেশের সবথেকে দামি সংস্থা হিসেবে উঠে এল?
৫) কম্বোডিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন?
৬) কানাডিয়ান ওপেন ২০১৮ (গল্ফ) কে জিতলেন?
উত্তর
১) দিল্লি মেট্রো।
২) মুন্সি প্রেমচাঁদ(তাঁকে হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র বা সাহিত্যসম্রাট বলা হয়, অন্যতম উপন্যাস শতরঞ্জ কে খিলাড়ি, গোদান প্রভৃতি)।
৩) মোহালিতে।
৪) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
৫) Hun Sen ।
৬) ডাস্টিন জনসন।
#কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।