১লা আগস্ট'১৮ কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) বিশ্ব মাতৃদুগ্ধপান সপ্তাহ কখন পালিত হয়?
২) সম্প্রতি কোন ফুটবলার মোহনবাগান রত্ন পুরষ্কার পেলেন?
৩) ভারতের প্রথম কোন রাজ্য জৈব জ্বালানী সম্পর্কে কেন্দ্রীয় নীতির কার্যকর করল?
৪) কোন রাজ্য সরকার ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন (NCR)-এর খসড়া প্রকাশ করল?
৫) রাজীব গান্ধী সদভাবনা পুরষ্কারের জন্য কে মনোনীত হলেন?
৬) ফিনল্যান্ডে আয়োজিত SavoGames-এ কোন ভারতীয় জ্যবলিন থ্রোতে সোনা জিতলেন?
৭) কোথায় ভারত-নেপাল থিংক ট্যাংক সামিট ২০১৮ আয়োজিত হবে?


উত্তর
১) ১লা আগস্ট থেকে ৭ই আগস্ট।
২) প্রদীপ চৌধুরী।
৩) রাজস্থান।
৪) আসাম।
৫) গোপালকৃষ্ণ গান্ধী।
৬) নীরজ চোপড়া।
৭) কাঠমান্ডু, নেপাল।
চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।