২৬শে জুলাই, ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) ২৬শে জুলাই দিনটি ভারতে কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
২) কোথায় ‘গান্ধী হেরিটেজ সেন্টার’ নির্মিত হবে?
৩) কোন ভারতীয় রাজ্য ‘গ্রিন মহানদী মিশন’ শুরু করল?
৪) বিশ্বের দীর্ঘতম বাইসাইকেল রেসিং প্রতিযোগিতা কোথায় শুরু হল?
৫) জাতীয় যুব এথেলেটিক্স চ্যাম্পিয়নশিপে কে সেরা পুরুষ এথেলেটিক্স নির্বাচিত হলেন?
৬) প্রথমতম ‘গ্লোবাল ডিসেবেলিটি সামিট’ কোথায় আয়োজিত হবে?
৭) কে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন?
উত্তর
১) কার্গিল বিজয় দিবস (১৯৯৯ সালের ২৬শে জুলাই কার্গিল যুদ্ধে ভারতীয় সেনা পাকিস্তানের বিরুদ্ধে জয় ঘোষণা করেছিল)।
২) উগান্ডা।
৩) ওড়িশা।
৪) মস্কো, রাশিয়া।
৫) ধনবীর সিং।
৬) লন্ডনে।
৭) ইমরান খান।
কারেন্ট এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।