২৫শে জুলাই, ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) কোন রাজ্য ভারতের প্রথম উপজাতি মানচিত্র প্রকাশ করল?
২) গণ প্রহার এবং হিংসা (Mob lynching and violence)-র জন্য আইন তৈরির বিষয়ে সম্প্রতি কেন্দ্র সরকার কোন কমিটি গঠন করল?
৩) মহিলা সাংসদদের আন্তর্জাতিক সম্মেলন ( Int. Conference Female Parliamentarian) কোথায় আয়োজিত হবে?
৪) আগামী অক্টোবরে ASEAN এডুকেশন মিট কোথায় আয়োজিত হবে?
৫) বিশ্ব দাসত্ব সূচকে সবথেকে প্রথমে কোন দেশ রয়েছে?


উত্তর
১) ওড়িশা।
২) রাজীব গৌবা কমিটি।
৩) আয়ারল্যান্ডে।
৪) মায়ানমারে।
৫) উত্তর কোরিয়া (প্রতি ১০০০ জনে ১০৪.৬জন, সবথেকে নিচে জাপান, ভারতের স্থান ৫৩তম)।
কারেন্ট এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।