১) বনসাগর ক্যানেল প্রজেক্ট কোন কোন রাজ্যের যৌথ প্রকল্প?
২) ২০১৯ সালে ভারতের জিডিপি কত হতে পারে বলে বিশ্ব ব্যাংক আশা করেছে?
৩) রাজ্যসভায় সদ্য-মনোনীত রঘুনাথ মহাপাত্র কোন বিষয়ে স্বনামধন্য?
৪) ২০১৩ সালের কোম্পানিজ অ্যাক্ট পর্যালোচনা করার জন্য কোন কমিটি গঠন করা হয়েছে?
৫) কোন রাজ্য ঐতিহ্যপূর্ণ স্থানগুলির রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে 'হেরিটেজ ক্যাবিনেট' গঠন করল?
উত্তর
১) মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং বিহার।
২) ৭ ৫ শতাংশ।
৩) স্থাপত্য (রাষ্ট্রপতি কলা, বিজ্ঞান, ক্রীড়া প্রভৃতি ক্ষেত্রের বিশিষ্ট ১২জনকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন)।
৪) Injeti Srinivas Committee
৫) ওড়িশা।
কারেন্ট এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।