১) আজকের দিনটি কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
২) ২০১৮ ফিফা বিশ্বকাপ কোন দেশ জিতল?
৩) উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলস কে জিতলেন?
৪) উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলস কে জিতলেন?
৫) থাইল্যান্ড ওপেন ২০১৮ কে জিতলেন?
উত্তর
১) ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে (World Youth Skills Day)।
২) ফ্রান্স (ক্রোয়েশিয়াকে হারিয়ে। এই নিয়ে ফ্রান্সের দ্বিতীয়বার বিশ্বকাপ জয়)।
৩) নোভাক জোকোভিক।
৪) এঞ্জেলিক কার্বার।
৫) নোজমী অকুহারা (পিভি সিন্ধুকে হারিয়ে)।
কারেন্ট এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।