১) ফিফা বিশ্বকাপ ২০১৮তে তৃতীয় স্থানটি কোন দেশ দখল করল?
২) ভারতের পরবর্তী প্রজাতন্ত্র দিবসে (২০১৯) প্রধান অতিথি হিসেবে আসার জন্য কাকে আমন্ত্রণ করা হয়েছে?
৩) কোন ভারতীয় দৌড়বিদ জুনিয়র বিশ্ব অ্যাথলেটিক্সে ৪০০ মিটার বিভাগে সোনা জিতলেন?
৪) কোন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নিলেন?
৫) কোথায় ভারতের বৃহত্তম ভিসা কেন্দ্র খোলা হল?
৬) কোন দেশের বিজ্ঞানীরা এই প্রথম 3D এবং কালার এক্স-রে মানুষের উপর সফলভাবে প্রয়োগ করলেন?
উত্তর
১) বেলজিয়াম (ইংল্যান্ডকে হারিয়ে)।
২) মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে।
৩) হিমা দাস (এক্ষেত্রে তিনিই প্রথম ভারতীয়)।
৪) মহম্মদ কাইফ।
৫) বাংলাদেশে।
৬) নিউজিল্যান্ড।
কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।