১১ই জুলাই, ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) আজকের দিনটি (১১ই জুলাই) কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
২) ভারতের কোন টেলিকম সংস্থা প্রথম 'ইন্টারনেট টেলিফোনি' ব্যবস্থা শুরু করল?
৩) কোন রাজ্য ইহুদিদের সংখ্যালঘু বলে ঘোষণা করল?
৪) গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে ভারতের স্থান কত?
৫) পার্লামেন্টের বাদল অধিবেশন কবে থেকে শুরু হবে?


উত্তর
১) বিশ্ব জনসংখ্যা দিবস (World Population Day)।
২) ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL, এর ফলে সিমকার্ড ছাড়াও ফোন কল করা যাবে)।
৩) গুজরাট।
৪) ৫৭তম (প্রথম সুইজারল্যান্ড)।
৫) ১৮ই জুলাই (এই অধিবেশন থেকেই সদস্যরা সংবিধানে তপশীলভুক্ত ২২টি ভাষার মধ্যে যেকোনো একটিতে বক্তব্য রাখতে পারবেন।)।
কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।