১০ই জুলাই, ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) ১০ই জুলাই কোন রাষ্ট্রের স্বাধীনতা দিবস?
২) Ease of Doing Business-এ প্রথম হয়েছে কোন রাজ্য?
৩) প্রথম ‘India Tourism Mart’ কোথায় আয়োজিত হল?
৪) ভারতের কোন সংস্থাটি বেসরকারি ক্ষেত্রে সর্বাধিক করদাতা?
৫) সৌরাষ্ট্র প্যাটেল কালচারাল সমাজ ২০১৮ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে?



উত্তর
১) বাহামস (১০ জুলাই ১৯৭৩)।
২) অন্ধ্র প্রদেশ।
৩) নতুন দিল্লি।
৪) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
৫) মার্কিন যুক্তরাষ্ট্র।
কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।