১) ১৭ই জুলাই কোন কোন দিবস হিসেবে পালিত হয়?
২) বিশ্বের সর্বাপেক্ষা সস্তা পরিশুদ্ধ পানীয় জলের প্রকল্প কোথায় শুরু হতে চলেছে?
৩) ভারতের প্রথম স্কিল ট্রেনিং সেন্টার কোথায় তৈরি হতে চলেছে?
৪) কোন রাজ্য সরকার সবুজায়নের লক্ষ্যে “পৌধাগিরি” প্রকল্প শুরু করল?
৫) সফট পাওয়ার ৩০-তে কোন দেশ প্রথম স্থান দখল করল?
৬) স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্সে কোন ভারতীয় সোনা জিতলেন?
৭) জার্মান গ্র্যান্ড প্রিক্স কে জিতলেন?
উত্তর
১) বিশ্ব ইমোজি দিবস এবং আন্তর্জাতিক বিচার দিবস।
২) বিহারে (৫০ পয়সা প্রতি লিটার)।
৩) ওড়িশা।
৪) হরিয়ানা।
৫) যুক্তরাজ্য (UK বা United Kingdom)।
৬) ভিনেশ ফোগাট।
৭) মার্ক মার্কেজ।
কারেন্ট এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।