১৮ই জুলাই, ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) আজকের দিনটি (১৮ই জুলাই) কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
২) আইসিসি-র একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় প্রথম স্থানে কে রয়েছেন?
৩) ২০১৮ সালের এশিয়ান গেমসে ভারতের দলপতি (Chief de Mission) কে রয়েছেন?
৪) ইউনাইটেড নেশন্স এনভায়রনমেন্ট প্রোগ্রাম (UNEP) পরিবেশের উপর মানুষের প্রভাব পর্যবেক্ষণ করার জন্য কোন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে?
৫) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ-এর সদর দপ্তর কোথায়?


উত্তর
১) ম্যান্ডেলা দিবস।
২) বিরাট কোহলি (পয়েন্ট- ৯১১, বোলারদের তালিকায় ষষ্ঠ স্থানে কুলদীপ যাদব)।
৩) ব্রিজ ভূষণ শরণ সিং।
৪) গুগল।
৫) নতুন দিল্লিতে।
কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।