১) সংগীত কলানিধি ২০১৮ পুরস্কারটি কে পেলেন?
২) কে আসামের ক্রীড়াদূত নিযুক্ত হলেন?
৩) কোন ভারতীয় অভিনেত্রী PETA-র হাতি বিষয়ক প্রচারাভিযানে মুখ্য ভূমিকা নিয়েছেন?
৪) ‘The House of Islm: A Global History’ কার লেখা?
৫) ৬৭তম জাতীয় বস্ত্রমেলা কোথায় আয়োজিত হল?
উত্তর
১) অরুণা সাইরাম (মিউজিক একাডেমি প্রদত্ত পুরষ্কার)।
২) হিমা দাস।
৩) রিচা চাড্ডা (PETA- People for the Ethical Treatment of Animal)।
৪) এদ হুসেইন (Ed Husain)
৫) মুম্বাইয়ে।
#কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।