২০শে জুলাই, ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) রিজার্ভ ব্যাংক কর্তৃক প্রবর্তিত নতুন ১০০ টাকার নোটে কোন ভারতীয় স্থাপত্যটি স্থান পেল?
২) সম্মিলিত জাতিপুঞ্জের রিপোর্ট অনুযায়ী কোন দেশে HIV সংক্রমণের পরিমান সবথেকে বেশি হ্রাস পেয়েছে?
৩) সদ্য প্রয়াত কবি গোপাল দাস নিরজ কোন ভাষার কবি?
৪) ২০১৯ সালে মহিলাদের ফুটবল বিশ্বকাপ কোথায় আয়োজিত হবে?
৫) সম্প্রতি কোথায় ভারতের প্রথম সরকারি উদ্যোগে লিঙ্গান্তরিতদের (Transgender) কবি সম্মেলন আয়োজিত হয়েছিল?


উত্তর
১) রানী কি ভব (গুজরাটের)।
২) ভারত।
৩) হিন্দি।
৪) ফ্রান্সে।
৫) কলকাতায়।
কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।