২১শে জুলাই, ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্সের নবীনতম সদস্য হল কোন দেশটি?
২) ২০১৯ সালে ফেসবুক যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে তার নাম কী?
৩) সম্প্রতি কোন রাষ্ট্র ঘোষণা করেছে যে একমাত্র ইহুদিদের আত্মসংকল্পের অধিকার আছে?
৪) সম্প্রতি বিশ্বের সবথেকে মূল্যবান গোলকিপার কে হলেন?
৫) কোন আর্থিক সংস্থা ২০১৮ সালের NABARD পুরষ্কার পেল?

উত্তর
১) মায়ানমার (৬৮তম সদস্য রাষ্ট্র)।
২) এথেনা।
৩) ইজরায়েল।
৪) আলিশন বেকার।
৫) Repco Micro Finance Ltd (স্বয়ম্ভর গোষ্ঠীগুলিকে সহায়তা করার জন্য)।
কারেন্ট_এফেয়ার্স- একনজরে সাম্প্রতিক বিশ্বদর্শন।