সায়েন্স জিকে
রেল এবং অন্যান্য গ্রূপ সি-ডি পরীক্ষার জন্য বাছাই করা বিজ্ঞানের প্রশ্নোত্তর।
![]() |
সাধারণ বিজ্ঞানের প্রশ্ন |
51) আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে ?
উত্তর- কঠিন অবস্থায়।
উত্তর- কঠিন অবস্থায়।
52) আলকাতরা কী থেকে তৈরী হয় ?
উত্তর- কয়লা।
উত্তর- কয়লা।
53) আলোর গতির আবিস্কারক কে ?
উত্তর- এ. মাইকেলসন।
উত্তর- এ. মাইকেলসন।
54) ইউরোসিল কোথায় থাকে?
উত্তর-RNA তে।
উত্তর-RNA তে।
55) ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ?
উত্তর- অগ্নাশয়ে।
উত্তর- অগ্নাশয়ে।
56) টিন্টোমিটারের (Tintometer) সাহায্যে কী পরিমাপ করা হয়?
উত্তর- জলের বর্ণ বা রং।
উত্তর- জলের বর্ণ বা রং।
57) ইলেকট্রন কে আবিস্কার করেন ?
উত্তর- জন থম্পসন।
উত্তর- জন থম্পসন।
58) ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয় ?
উত্তর- কার্বন।
উত্তর- কার্বন।
59) কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো ?
উত্তর- পরমানুর প্রোটন সংখ্যা।
উত্তর- পরমানুর প্রোটন সংখ্যা।
60) উচ্চ শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি?
উত্তর- মাংস।
উত্তর- মাংস।