9 ই ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক এশিয়াটিক লায়ন কনজারভেশন প্রজেক্ট-এর সূচনা করলো।
2) বিহারের মোতিহারিতে শুরু হল 3 দিনের কৃষিকুম্ভ 2019।
3) বুলগেরিয়ায় আয়োজিত সোফিয়া ওপেনের সেমিফাইনালে পৌছালো ভারতীয় জুটি দিভিজ শরণ এবং রোহান বোপান্না।
4) লাদাখ অঞ্চলকে পৃথক বিভাগের স্বীকৃতি দিল জম্মু ও কাশ্মীর সরকার।
5) ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তিন মাস থাকার পর রওনা দিল সিগনাস (Cygnus) পণ্যবাহী মহাকাশযান।
6) প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশের জন্য দূরদর্শনের একটি নতুন চ্যানেলের উদ্বোধন করলেন, যার নাম অরুণপ্রভা।
7) ভুবনেশ্বরের এ কলিঙ্গ স্টেডিয়ামে আয়োজিত হিরো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ইরানকে হারালো ভারতের মহিলা ফুটবল দল।
8) দেশের সর্বোচ্চ মুগা সিল্ক প্রস্তুতকারী হিসেবে সম্মানিত হল আসাম।
1) কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক এশিয়াটিক লায়ন কনজারভেশন প্রজেক্ট-এর সূচনা করলো।
2) বিহারের মোতিহারিতে শুরু হল 3 দিনের কৃষিকুম্ভ 2019।
3) বুলগেরিয়ায় আয়োজিত সোফিয়া ওপেনের সেমিফাইনালে পৌছালো ভারতীয় জুটি দিভিজ শরণ এবং রোহান বোপান্না।
4) লাদাখ অঞ্চলকে পৃথক বিভাগের স্বীকৃতি দিল জম্মু ও কাশ্মীর সরকার।
5) ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তিন মাস থাকার পর রওনা দিল সিগনাস (Cygnus) পণ্যবাহী মহাকাশযান।
6) প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশের জন্য দূরদর্শনের একটি নতুন চ্যানেলের উদ্বোধন করলেন, যার নাম অরুণপ্রভা।
7) ভুবনেশ্বরের এ কলিঙ্গ স্টেডিয়ামে আয়োজিত হিরো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ইরানকে হারালো ভারতের মহিলা ফুটবল দল।
8) দেশের সর্বোচ্চ মুগা সিল্ক প্রস্তুতকারী হিসেবে সম্মানিত হল আসাম।