8 ই ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

8 ই ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) আন্তর্জাতিক টি 20 ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী হলেন রোহিত শর্মা।

2) ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইনডেক্সে ভারতের স্থান হল 36, 2018 তে বছর 44 তম ছিল।
- প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র।

3) বর্তমানে LPG ব্যবহারকারী এবং আমদানিকারী হিসেবে দ্বিতীয় বৃহত্তম দেশ হল ভারত, প্রথম স্থানে রয়েছে চীন।

4) থাইল্যান্ডের জাতীয় জলজ প্রাণী হিসেবে ঘোষিত হল শ্যামীয় (Siamese) ফাইটিং ফিশ।

5) উধমপুরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে 92 জন সেনাকে সেনা মেডেল দেওয়া হল।

6) প্রয়াত হলেন অস্কার নমিনেশন প্রাপ্ত ব্রিটিশ অভিনেতা অ্যালবার্ট ফিনে।

7) ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি জাকির হুসেনের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।