সায়েন্স জিকে
রেল এবং অন্যান্য গ্রূপ সি-ডি পরীক্ষার জন্য বাছাই করা বিজ্ঞানের প্রশ্নোত্তর।
161) প্রোটন কণিকা আবিস্কার করেন কে?
উত্তর- রাদারফোর্ড।
162) নিউট্রন আবিস্কার করেন কে?
উত্তর- চ্যেডউইক।
উত্তর- চ্যেডউইক।
163) পরমানুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি?
উত্তর- ইলেকট্রন।
উত্তর- ইলেকট্রন।
164) পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি?
উত্তর- প্রোটন।
উত্তর- প্রোটন।
165) পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি?
উত্তর- নিউট্রন।
উত্তর- নিউট্রন।
166) পরমানুর নিউক্লিয়াসে কি থাকে?
উত্তর- প্রোটন ও নিউট্রন।
উত্তর- প্রোটন ও নিউট্রন।
167) পরমানুর সর্বাপেক্ষা হালকা কণা কোনটি?
উত্তর- ইলেকট্রন।
উত্তর- ইলেকট্রন।
168) পারমানবিক বোমা কে আবিস্কার করেন?
উত্তর- ওপেন হেমার।
উত্তর- ওপেন হেমার।
169) নিউটনের মধ্যাকর্ষণ সূত্র কোথায় প্রযোজ্য?
উত্তর- সর্বত্র প্রযোজ্য।
উত্তর- সর্বত্র প্রযোজ্য।
170) পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন?
উত্তর- শূন্য।
উত্তর- শূন্য।
171) পাহাড়ে ওঠা কষ্টকর কেন?
উত্তর- অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করার জন্য।
উত্তর- অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করার জন্য।
172) পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত ?
উত্তর- 109টি।
উত্তর- 109টি।
173) প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি?
উত্তর- 92 টি।
উত্তর- 92 টি।
174) প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কতটি?
উত্তর- 70 টি।
উত্তর- 70 টি।
175) প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত?
উত্তর- 50 টি।
উত্তর- 50 টি।
176) প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?
উত্তর- হীরা।
উত্তর- হীরা।
177) সবথেকে হালকা মৌল কোনটি?
উত্তর- হাইড্রোজেন।
উত্তর- হাইড্রোজেন।
178) প্রকৃতিতে প্রাপ্ত সবথেকে জটিল মৌল কোনটি?
উত্তর- ইউরেনিয়াম।
উত্তর- ইউরেনিয়াম।
179) দুই ভরসংখ্যাবিশিষ্ট হাইড্রোজেনকে কী বলে?
উত্তর- ডয়টেরিয়াম।
উত্তর- ডয়টেরিয়াম।
180) প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান কী?
উত্তর- মিথেন।
উত্তর- মিথেন।