সায়েন্স জিকে
রেল এবং অন্যান্য গ্রূপ সি-ডি পরীক্ষার জন্য বাছাই করা বিজ্ঞানের প্রশ্নোত্তর।
![]() |
Science GK Evlelge. |
141) প্রোটিনের মূল গঠনগত একক কী?
উত্তর- অ্যামিনো অ্যাসিড।
উত্তর- অ্যামিনো অ্যাসিড।
142) কীল অস্থি দেখা যায়__
উত্তর- পায়রার দেহে।
উত্তর- পায়রার দেহে।
143) ভিটামিন বি-১২ এ কোন ধাতু পাওয়া যায়?
উত্তর- কোবাল্ট।
উত্তর- কোবাল্ট।
144) নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত নির্দিষ্ট জীবগোষ্ঠীকে কী বলা হয়?
উত্তর- বায়োম।
উত্তর- বায়োম।
145) নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে?
উত্তর- ধমনীর মাধ্যমে।
উত্তর- ধমনীর মাধ্যমে।
146) তেঁতুলে কোন অ্যাসিড থাকে ?
উত্তর- টারটারিক অ্যাসিড।
উত্তর- টারটারিক অ্যাসিড।
147) থাইমিন কোথায় থাকে?
উত্তর- ডিএনএ।
(RNA তে থাকে নিউক্লিওবেস ইউরাসিল)।
উত্তর- ডিএনএ।
(RNA তে থাকে নিউক্লিওবেস ইউরাসিল)।
148) সবথেকে বড় কোষ কোনটি?
উত্তর- উটপাখির ডিম।
উত্তর- উটপাখির ডিম।
149) চার্লস ডারউইন কোন মতবাদের প্রবক্তা?
উত্তর- প্রাকৃতিক নির্বাচনবাদ।
বইয়ের নাম- অরিজিন অফ স্পেসিস।
উত্তর- প্রাকৃতিক নির্বাচনবাদ।
বইয়ের নাম- অরিজিন অফ স্পেসিস।
150) নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি ?
উত্তর- নারীর।
উত্তর- নারীর।
151) দুধে কোন অ্যাসিড থাকে?
উত্তর- ল্যাকটিক অ্যাসিড।
উত্তর- ল্যাকটিক অ্যাসিড।
152) দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয়?
উত্তর- ল্যাকটোমিটার।
উত্তর- ল্যাকটোমিটার।
153) দুধের প্রোটিনের নাম কী?
উত্তর- কেজিন।
উত্তর- কেজিন।
154) দুধের শর্করাকে কী বলে?
উত্তর- ল্যাকটোজ।
উত্তর- ল্যাকটোজ।
155) পুরুষ মানুষের জনন বৈশিস্টের জন্য দায়ী কোন ক্রোমোজম ?
উত্তর- Y ক্রোমোজম।
উত্তর- Y ক্রোমোজম।
156) পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে?
উত্তর- নিউরন।
উত্তর- নিউরন।
157) দূরের দৃষ্টি ব্যাহত হওয়াকে কী বলে?
উত্তর- মায়োপিয়া।
(অবতল লেন্সের চশমা পরে এই রোগ সারে)।
উত্তর- মায়োপিয়া।
(অবতল লেন্সের চশমা পরে এই রোগ সারে)।
158) হাইপারমেট্রোপিয়া হলে কোন দৃষ্টি ব্যাহত হয়?
উত্তর- কাছের বা নিকটের দৃষ্টি।
উত্তর- কাছের বা নিকটের দৃষ্টি।
( এক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহৃত হয়)।
159) পেঁপে গাছের তরুক্ষীরে কোন উৎসেচক থাকে?
উত্তর- প্যাপাইন।
উত্তর- প্যাপাইন।
160) কনজাংভাইটিস রোগে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়?
উত্তর- চোখ।
উত্তর- চোখ।