বিজ্ঞানের সাধারণ জ্ঞান- 12

সায়েন্স জিকে

রেল এবং অন্যান্য গ্রূপ সি-ডি পরীক্ষার জন্য বাছাই করা বিজ্ঞানের প্রশ্নোত্তর।
প্রশ্নোত্তরে পাঞ্জাবি আর ধুতিও করে।
121) তামার সাথে টিন মিশালে কী উৎপন্ন হয়?
উত্তর- ব্রোঞ্জ।

122) তামা এবং দস্তার মিশ্রণকে কী বলা হয়?
উত্তর- পিতল।

123) দাড়ি গোফ গজায় কোন হরমোনের কারণে ?
উত্তর- টেস্টোস্টেরন হরমোন।

124) জীব দেহের শক্তির উৎস কী?
উত্তর- খাদ্য।

125) জীব প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত নতুন প্রাণী কিংবা উদ্ভিদকে কি বলে ?
উত্তর- ট্রান্সজেনিক প্রানী।

126) তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে?
উত্তর- নিকোটিন।

129) দেহের কোন উপাদানকে রাসায়নিক দূত বলা হয়?
উত্তর- হরমোন।

130) চ্যাপ্টা কৃমির রেচন অঙ্গ কোনটি?
উত্তর- ফ্লোয়েম কোষ।

131) জুভেনাইল গ্লুকোমা বলতে কী বোঝায়?
উত্তর- অক্ষিগোলোকের কাঠিন্য।

132) স্মলপক্সের টিকা কে আবিষ্কার করেন?
উত্তর- এডওয়ার্ড জেনার।

133) টেলিভিশন কে আবিস্কার করেন ?
উত্তর- জন লগি বেয়ার্ড।

134) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কী ?
উত্তর- সোডিয়াম মনো গ্লুটামেট।

135) তরঙ্গ দর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্ণতা __?
উত্তর- কমে যায়।

136) ঠোঁটের কোণায় ঘা হয় কীসের অভাবে?
উত্তর-ভিটামিন -বি -2 ।

137) ডায়বেটিস রোগ হয় কীসের অভাবে ?
উত্তর- ইনসুলিন

138) ডিএনএ টেস্টের মাধ্যমে পিতামাতা- সন্তান কত ভাগ মিল পাওয়া যায় ?
উত্তর- ৯৯.৯ শতাংশ।

139) ড্রাই আইস বা শুস্ক বরফ কাকে বলে ?
উত্তর- কঠিন কার্বন ডাই অক্সাইডকে।

140) তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ?
উত্তর- পরিচলন পদ্ধতিতে।