বিজ্ঞানের সাধারণ জ্ঞান- 11

সায়েন্স জিকে

রেল এবং অন্যান্য গ্রূপ সি-ডি পরীক্ষার জন্য বাছাই করা বিজ্ঞানের প্রশ্নোত্তর।
101) ব্ল্যাক ফুট রোগ কীসের সংস্পর্শে হয়?
উত্তর- আর্সেনিক।

102) ক্যালকুলাস কে আবিস্কার করেন ?
উত্তর- স্যার আইজাক নিউটন।

103) ক্রোমোজোমে কোন কোন মৌলিক পদার্থ থাকে?
উত্তর- ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম , লৌহ।

104) জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ব্যাবহৃত হয়?
উত্তর- ফরমালিন।

105) ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী ?
উত্তর- ডলি।

106) জীব জগতের বৈচিত্রের নিয়ন্ত্রক কোনটি?
উত্তর- জিন।

107) ক্লোরিন প্রকৃতিতে কিভাবে থাকে ?
উত্তর- গ্যাসীয় অবস্থায়।

108) ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করে কোন ভিটামিন ?
উত্তর- ভিটামিন কে (K)।

109) ক্ষার লাল লিটমাস পেপারকে কী করে ?
উত্তর- নীল করে।
110) খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে ?
উত্তর- শুটকি মাছে।

111) খাবার লবনের রাসায়নিক নাম কী ?
উত্তর- সোডিয়াম ক্লোরাইড।

112) গলগন্ড রোগ হয় কিসের অভাবে ?
উত্তর- আয়োডিনের অভাবে।

113) গ্যালভানাইজিং কী ?
উত্তর- লোহার উপর দস্তার প্রলেপ।

114) গ্রীষ্ম কালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো ?
উত্তর- সাদা। (কারণ সাদা রং তাপ শোষণ করে না)

115) চাঁদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন ?
উত্তর- বায়ু নেই বলে।
(এবং অন্য কোনো মাধ্যম নেই বলে)।

116) খাবার সোডার রাসায়নিক নাম কী?
উত্তর- সোডিয়াম বাই কার্বনেট।

117) বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরটির নাম কী?
উত্তর- এক্সোস্ফিয়ার।

118) নিউক্লিয়াসকে ঘিরে কটি মেমব্রেন থাকে?
উত্তর- 2টি।

119) চায়ের পাতায় কোন উপাদান থাকে ?
উত্তর- ট্যানিন।

120) চুম্বুকের আকর্ষণ সবচেয়ে বেশী কোথায় ?
উত্তর- দুই মেরু বিন্দুতে।