বিজ্ঞানের সাধারণ জ্ঞান- 10

সায়েন্স জিকে

রেল এবং অন্যান্য গ্রূপ সি-ডি পরীক্ষার জন্য বাছাই করা বিজ্ঞানের প্রশ্নোত্তর।

91) কোন প্রাণীর চারটি পাকস্থলী আছে?
উত্তর- গরুর।

92) কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?
উত্তর- শুশুক।

93) কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয়?
উত্তর- তামা।

94) কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ?
উত্তর- পুরুষ মস্তিস্ক।

95) কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
উত্তর- কঠিন মাধ্যমে।

96) কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
উত্তর- ব্রোমিন।

97) পর্যায় সারণির (Periodic Table) আবিষ্কারক কে?
উত্তর- দিমিত্রি মেন্ডেলিভ।

98) সোডা ওয়াটারে কোন গ্যাস থাকে?
উত্তর- কার্বন ডাই অক্সাইড।

99) গুরুমস্তিষ্কের অন্তরভাগকে কী বলে?
উত্তর- সেরিব্রাল মেডুলা।

100) কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে ?
উত্তর- নিউক্লিয়াস।