10 ই ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) 10 ফেব্রুয়ারি ভারতে ন্যাশনাল ডিওয়ার্মিং ডে হিসেবে পালিত হয়।
2) কেরালার তিরুবন্তপুরমে দেশের প্রথম ইনস্টিটিউট অফ এডভান্সড ভাইরোলজি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
3) দুবাইয়ে শুরু হলো ওয়ার্ল্ড গভর্মেন্ট সামিট।
4) প্রয়াত হলেন স্বনামধন্য ফরাসি লেখক এবং চিত্রশিল্পী টমি উঙ্গেরার।
5) গ্রেটার নোয়ডাতে খনিজ তেল এবং গ্যাস সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন পেট্রোটেক 2019 এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
6) আবু ধাবির তৃতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেল হিন্দি, অপর দুটি ভাষা হল আরবী এবং ইংরেজি।
7) ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ (পুরুষ এবং মহিলা উভয়ই) জিতল নিউজিল্যান্ড।
8) 86তম সিনিয়ার স্নুকার জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতলেন পঙ্কজ আদবানি।
9) সম্মিলিত জাতিপুঞ্জ 10 ই ফেব্রুয়ারি দিনটিকে বিশ্ব ডাল দিবস বা ওয়ার্ল্ড পালস ডে হিসেবে ঘোষণা করাই আজ প্রথম World Pluse Day হিসেবে পালিত হল।
1) 10 ফেব্রুয়ারি ভারতে ন্যাশনাল ডিওয়ার্মিং ডে হিসেবে পালিত হয়।
2) কেরালার তিরুবন্তপুরমে দেশের প্রথম ইনস্টিটিউট অফ এডভান্সড ভাইরোলজি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
3) দুবাইয়ে শুরু হলো ওয়ার্ল্ড গভর্মেন্ট সামিট।
4) প্রয়াত হলেন স্বনামধন্য ফরাসি লেখক এবং চিত্রশিল্পী টমি উঙ্গেরার।
5) গ্রেটার নোয়ডাতে খনিজ তেল এবং গ্যাস সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন পেট্রোটেক 2019 এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
6) আবু ধাবির তৃতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেল হিন্দি, অপর দুটি ভাষা হল আরবী এবং ইংরেজি।
7) ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ (পুরুষ এবং মহিলা উভয়ই) জিতল নিউজিল্যান্ড।
8) 86তম সিনিয়ার স্নুকার জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতলেন পঙ্কজ আদবানি।
9) সম্মিলিত জাতিপুঞ্জ 10 ই ফেব্রুয়ারি দিনটিকে বিশ্ব ডাল দিবস বা ওয়ার্ল্ড পালস ডে হিসেবে ঘোষণা করাই আজ প্রথম World Pluse Day হিসেবে পালিত হল।