বিজ্ঞানের সাধারণ জ্ঞান- 7

সায়েন্স জিকে

রেল এবং অন্যান্য গ্রূপ সি-ডি পরীক্ষার জন্য বাছাই করা বিজ্ঞানের প্রশ্নোত্তর।
রেল পিএসসি প্রভৃতি পরীক্ষার জন্য
61) উড পেন্সিলের সীস কী দিয়ে তৈরী হয়?
উত্তর- গ্রাফাইট।

62) আমলকিতে কোন অ্যাসিড থাকে?
উত্তর- অক্সালিক অ্যাসিড।

63) উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী ?
উত্তর- ট্যাকোমিটার।

64) কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে?
উত্তর- প্লাটিপাস।

65) উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি?
উত্তর- Cycas

66) উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি ?
উত্তর- ফুল।

67) একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ?
উত্তর- ৩:১ অনুপাতে নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড।

68) অ্যাটম বোমা কে আবিস্কার করেন ?
উত্তর- অটো হ্যান।

69) এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয় ?
উত্তর- আমাশয়।

70) ‘উড স্পিরিট ‘ কী ?
উত্তর- মিথাইল এলকোহল।