সায়েন্স জিকে
রেল এবং অন্যান্য গ্রূপ সি-ডি পরীক্ষার জন্য বাছাই করা বিজ্ঞানের প্রশ্নোত্তর।
![]() |
সাধারণ বিজ্ঞানের প্রশ্নোত্তর |
71) কচু শাকে কোন খনিজ বেশি থাকে ?
উত্তর- লৌহ।
73) কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ?
উত্তর- পরিবহন পদ্ধতিতে।
উত্তর- পরিবহন পদ্ধতিতে।
74) কফিতে কোন উপাদান থাকে ?
উত্তর- ক্যাফেইন।
উত্তর- ক্যাফেইন।
75) কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় ?
উত্তর- এসকরবিক অ্যাসিড।
76) কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্ণতা__?
উত্তর- বাড়ে।
উত্তর- বাড়ে।
77) কোন রংয়ের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় ?
উত্তর- কালো রঙের।
উত্তর- কালো রঙের।
78) কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
উত্তর- পারদ।
উত্তর- পারদ।
79) কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী ?
উত্তর- করপিক্রিন।
উত্তর- করপিক্রিন।
80) কাচ তৈরির প্রধান কাঁচামাল কী?
উত্তর- বালি।
উত্তর- বালি।