বিজ্ঞানের সাধারণ জ্ঞান পার্ট 5

সায়েন্স জিকে

রেল এবং অন্যান্য গ্রূপ সি-ডি পরীক্ষার জন্য বাছাই করা বিজ্ঞানের প্রশ্নোত্তর।

41) রেটিনল বলতে কোন ভিটামিন বোঝায়?
উত্তর- ভিটামিন A

42) সাদা বিষ (White Poison) কাকে বলা হয়?
উত্তর- চিনি।

43) আকাশ নীল দেখায় কী কারণে?
উত্তর- নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি।

44) আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন?
উত্তর- মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে।

45) আঙ্গুরে কোন অ্যাসিড থাকে?
উত্তর- টারটারিক অ্যাসিড।

46) আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন?
উত্তর- চার্লস ব্যাবেজ।

47) কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না?
উত্তর- সালিক অ্যাসিড।

48) উদ্ভিদবিজ্ঞানের (Botany) জনক কে ?
উত্তর- থিও ফ্রাসটাস।

49) আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে?
উত্তর- পেপসিন।

50) আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয়?
উত্তর- সিলভারের।