বিজ্ঞানের সাধারণ জ্ঞান পার্ট 4

সায়েন্স জিকে

রেল এবং অন্যান্য গ্রূপ সি-ডি পরীক্ষার জন্য বাছাই করা বিজ্ঞানের প্রশ্নোত্তর।

31) স্টিলস ডিজিজ় কী?
উত্তর- ছোটোদের আর্থারাইটিস।

32) কোষে কটি ক্রোমোজ়োম থাকে?
উত্তর- 23 জোড়া।

33) সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করলে হয়__
উত্তর- সূর্য গ্রহণ।

34) কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
উত্তর- ভিটামিন ‘K’।

35) যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে?
উত্তর- দর্পন।

36) রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়?
উত্তর- গামা রশ্মি।

37) রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ কী?
উত্তর- ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা।

38) সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দ্বারা?
উত্তর- ফ্যাদোমিটার।

39) কোন আলোতে সালোকসংশ্লেষ সবচেয়ে কম পরিমাণে হয়?
উত্তর- সবুজ আলোতে।

40) তিনটি প্রাথমিক রং কী কী?
উত্তর- লাল নীল সবুজ (RBG