সায়েন্স জিকে
রেল এবং অন্যান্য গ্রূপ সি-ডি পরীক্ষার জন্য বাছাই করা বিজ্ঞানের প্রশ্নোত্তর।
21) জলে নিমজ্জিত সোজা দন্ড বাঁকা দেখা যায় কেন?
উঃ আলোর প্রতিসরণ।
উঃ আলোর প্রতিসরণ।
22) মাকড়সার শ্বাস অঙ্গের নাম কী?
উঃ বুক লাং।
উঃ বুক লাং।
23) বাদুড় চলাফেরা করে কীভাবে?
উঃ সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে।
উঃ সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে।
24) উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী?
উঃ ট্যাকোমিটার।
উঃ ট্যাকোমিটার।
25) ডাটুরিন পাওয়া যায়__?
উঃ ধুতরা থেকে।
উঃ ধুতরা থেকে।
26) বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি?
উঃ টাংষ্টেন।
উঃ টাংষ্টেন।
27) কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ?
উঃ- O গ্রুপ।
উঃ- O গ্রুপ।
28) মাছ কীভাবে অক্সিজেন নেয়?
উঃ জলে দ্রবীভূত বাতাস হতে।
উঃ জলে দ্রবীভূত বাতাস হতে।
29) মানুষের গায়ের রং নির্ভর করে কোন উপাদানের উপর?
উঃ মেলানিন।
উঃ মেলানিন।
30) কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
উঃ ইনসুলিন।
উঃ ইনসুলিন।