1) থাইল্যান্ডে আয়োজিত EGAT কাপ জিতল ভারতীয় ভারত্তোলক সাইকোম মীরাবাঈ চানু।
2) পরপর দুবার রঞ্জি ট্রফি জিতল বিদর্ভ।
- 78 রানে হারালো সৌরাষ্ট্রকে।
- খেলাটি আয়োজিত হয়েছিল নাগপুরে।
3) নির্বাচন ব্যবস্থাপনা সম্পর্কিত দুটি MoU স্বাক্ষর করলো ভারত।
- নামিবিয়া এবং পানামার সঙ্গে।
4) ফ্রিডম অব দ্য সিটি অফ লন্ডন সম্মানে ভূষিত হলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (ইংল্যান্ড শাখা) প্রধান সঞ্জীব কুমার চাড্ডা।
5) কলম্বিয়াতে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন সঞ্জীব রঞ্জন।
- এর আগে তিনি আর্জেন্টিনায় নিযুক্ত ছিলেন।