6 ই ফেব্রুয়ারী কারেন্ট অ্যাফেয়ার্স

6 ই ফেব্রুয়ারী কারেন্ট অ্যাফেয়ার্স

1) সংগীত নাটক একাডেমি পুরস্কার 2017 প্রদান করলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
- পুরস্কার পেলেন 42 জন।

2) NATO-র 30 তম সদস্য দেশে যাবে স্বাক্ষর করলো মেসিডোনিয়া।
- NATO পুরো কথাটি হল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন।

3) 'দরওয়াজা বন্ধ" প্রচার অভিযান শুরু করলেন অমিতাভ বচ্চন।
-উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা তৈরি করা।

4) সফলভাবে উৎক্ষেপণ করা হল GSAT 31
- এটি ইসরোর 40 তম যোগাযোগ রক্ষাকারী উপগ্রহ।
ISRO উৎক্ষেপণ করল 40 তম উপগ্রহ GSAT 31

5) অরুণাচল প্রদেশের নেইশি উপজাতি সম্প্রদায় উদযাপন করলো বুরি বুট ইয়োলো উৎসব।
- বসন্ত ঋতুকে স্বাগত জানিয়ে এই উৎসব উদযাপিত হয়।

6) 30 তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ এবং নীতিন গড়করি।