বিজ্ঞানের সাধারণ জ্ঞান পার্ট-২

সায়েন্স জিকে

11) সবথেকে হালকা মৌল কোনটি?
উঃ হাইড্রোজেন।
12) কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবথেকে কম?
উঃ বেগুনি।
13) বিশুদ্ধ লোহার রং কেমন হয়?
উঃ- সাদা। 
14) গ্লিসারিনের পাত্রে কাচের বল রাখলে দেখায় না কেন?
উঃ- উভয়ের প্রতিসরাংক সমান। 
15) চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন? উঃ- কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই।
16) ডিনামাইট কে আবিষ্কার করেন?
উঃ- স্যার আলফ্রেড নোবেল। 
17) কোন অধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে?
উঃ-  ব্রোমিন। 
18) পূর্বে কোন অ্যাসিডকে একোয়া ফরটিস (বা, তেজি জল) বলা হত?
উঃ- নাইট্রিক অ্যাসিডকে।
19) প্রকৃতিতে প্রাপ্ত সবথেকে জটিল মৌল কোনটি?
উঃ ইউরেনিয়াম।
20) তামার সাথে কোন উপাদান মেশালে পিতল হয়?
উঃ- দস্তা (জিঙ্ক)।
বিজ্ঞানের সাধারন জ্ঞান