বিজ্ঞানের সাধারণ জ্ঞান পার্ট-১

সায়েন্স জিকে পার্ট ওয়ান

1) রক্ত সংবহন তন্ত্র কে আবিষ্কার করেন?
উঃ উইলিয়াম হার্ভে।
2) চোখের কোন অংশ চোখে প্রবিষ্ট আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে?
উঃ কর্ণিয়া।
3) এনজিওপ্লাষ্টি কী?
উঃ- হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফোলানো।
4) কুষ্ঠ রোগ কে আবিস্কার করেন?
উঃ- গেরহার্ড হ্যানসেন, নরওয়ের বিজ্ঞানী।
5) কচুতে কোন ধরনের উপাদানের কারনে কচু খেলে গলা চুলকায়?
উঃ- ক্যালসিয়াম অক্সালেট।
6) একটি উপকারী ছত্রাকের উদাহরণ হল-
উঃ- পেনিসিলিয়াম।
7) মানুষের সুষুম্নাকাণ্ডের দৈর্ঘ্য কত?
উঃ- 18 ইঞ্চি।
8) মানবদেহের সবথেকে বড় অস্থির নাম কী?
উঃ- ফিমার।
9) পতঙ্গদের রক্তকে কী বলা হয়?
উঃ- হিমোলিম্ফ।
10) কোষের শক্তিঘর কাকে বলে?
উঃ- মাইটোকন্ড্রিয়াকে।
কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়া