২১ শে অক্টোবর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ২১ শে অক্টোবর কি জন্য স্মরণীয় হয়ে থাকবে?
- ১৯৪৩ সালের ২১ শে অক্টোবর নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ সরকার গড়ে উঠেছিল।
২) আজকের দিনটি (২১শে অক্টোবর) ভারতে কোন দিবস হিসেবে পালিত হয়?
- পুলিশ কমেমোরেশন ডে (কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়া পুলিশদের সম্মান জানাতে)
৩) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোথায় জাতীয় পুলিশ মেমোরিয়ালের (মিউজিয়াম) উদ্বোধন করলেন?
- নতুন দিল্লি।
৪) বিশ্বের দীর্ঘতম সামুদ্রিক সেতু যেটি ২৪ শে অক্টোবর উদ্বোধন হবে, কী নাম তার?
- হংকং- ঝুহাই-ম্যাকাও ব্রিজ (৫৫কিমি)।
৫) কে ভুটানে নতুন সরকার করতে চলেছেন?
- দ্রুক নুয়ামরূপ শোগপা।
৬) সপ্তম মিলিটারি ওয়ার্ল্ড গেম ২০১৯ কোথায় আয়োজিত হবে?
- য়ুহান, চীন।
৭) এশিয়ান প্যারা গেমসে ভারত কতগুলি স্বর্ণপদক জিতল?
- ১৫টি।
৮) ভারতের প্রথম সুড়ঙ্গের মধ্যে রেল স্টেশনটি কোথায় নির্মিত হতে চলেছে?
- কেলং, হিমাচল প্রদেশ।
৯) ইয়েমেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কী?
- ময়ীন আব্দুল মালিক।