১) কোন দল বিজয় হাজারে ট্রফি (২০১৮) জিতল?
- মুম্বাই (দিল্লিকে হারিয়ে)
- এই নিয়ে তৃতীয়বার জিতল মুম্বাই।
২) ওয়ার্ল্ড রেসলিং চাম্পিয়নশিপ ২০১৮ কোথায় শুরু হল?
- বুদাপেস্ট, হাঙ্গেরির রাজধানী।
৩) ভারতের কোন রাজ্যটি প্রথম ধোঁয়াহীন (১০০ শতাংশ এলপিজি ব্যবহারকারী) রাজ্য হল?
- কেরালা।
৪) কোন ভারতীয় বংশোদ্ভূত যৌন দাসত্ব এবং শ্রমিকদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রেসিডেন্সিয়াল মেডেল জিতল?
- মিনাল প্যাটেল ডেভিস।
৫) কোন কেন্দ্রীয় মন্ত্রী ক্যারনট প্রাইজ (Carnot Prize) পেতে চলেছেন?
- পীযুষ গোয়েল।
- গ্রামীন বিদ্যুতায়নের জন্য।
৬) SCO বা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলির শিক্ষামন্ত্রীদের সপ্তম বৈঠক কোথায় আয়োজিত হয়েছে?
- কাজাখস্তান।
৭) কোন তিনটি দেশ ত্রিদেশীয় বায়ুসেনার মহড়া করার পরিকল্পনা করছে?
- ভারত, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র।
৮) কোন দেশ বিশ্বের বৃহত্তম পণ্যবাহী ড্রোন (FH-98)-এর সফলভাবে পরীক্ষা করল?
- চীন।
৯) গ্লোবাল পার্টনার্স ফোরাম কোথায় আয়োজিত হবে?
- ভারত (এটি চতুর্থ সম্মেলন)।
১০) শক্তি ভাট ফার্স্ট বুক প্রাইজ ২০১৮ কে পেলেন?
- সুজাতা গিদলা।