১) কোথায় ভারতের উচ্চতম জাতীয় পতাকা উত্তোলন করা হল?
- হজ হাউস, মুম্বাই।
২) ভারতের কোন স্থান শাহী লিচুর জি.আই ট্যাগ পেল?
- মুজাফ্ফরপুর, বিহার।
৩) ভারতের কোন শিক্ষাপ্রতিষ্ঠানটি কিউ.এস ইন্ডিয়া ইউনিভার্সিটি র্যাংকিং-এ প্রথম স্থান অধিকার করল?
- আইআইটি বোম্বে।
৪) বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ 'বিনোদনমূলক গঞ্জিকাসেবন'কে আইনে স্বীকৃতি দিল?
- কানাডা।
৫) ভারত এবং জাপানের প্রথমতম যৌথ সামরিক মহড়ার নাম কী?
- ধর্ম গার্ডিয়ান।
মিজোরামে অনুষ্ঠিত হচ্ছে।
৬) এবছরের ইয়ং ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারের পুরষ্কার কে জিতলেন?
- অর্শদীপ সিং।