১৮ই অক্টোবর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ ১)

১)২০১৮ সালের ম্যান বুকার প্রাইজ কে জিতলেন?
- আ্যনা বার্নস।
উপন্যাসের নাম- মিল্কম্যান।
২) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিযোগিতামূলক অর্থনীতির সূচকে ভারতের স্থান কত?
- ৫৮তম।
প্রথম- মার্কিন যুক্তরাষ্ট্র।
৩) "স্বাস্থ্য ভারত যাত্রা" জাতীয় কর্মসূচির মূল উদ্দেশ্য কী?
- নিরাপদ খাদ্য।
৪) সম্প্রতি এলাহাবাদ শহরের পুনরায় নামকরণ করা হলো প্রয়াগরাজ। কোন শাসক প্রয়াগরাজ- এর নাম এলাহাবাদ রেখেছিলেন?
- মুঘল সম্রাট আকবর।
৫)  ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অ্যাওয়ার্ড কে জিতলেন?
- সুহেল ট্যান্ডন।
৬) কোরিয়ান ওয়ার মেমোরিয়াল ভারতের কোথায় নির্মিত হবে?
- নতুন দিল্লি।
৭) কোথায় ভারতের প্রথম ক্রিপ্টোকারেন্সি এটিএম বসানো হল?
- ব্যাঙ্গালুরু।
৮) কোন জেলা জে.আর.ডি টাটা মেমোরিয়াল অ্যাওয়ার্ড' জিতলো?
- নীলগিরি।
৯) এ বছরের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অ্যাওয়ার্ড কে জিতলেন?
- মার্সেল ভোঁ অস্টেন।
১০) দ্বাদশ এশিয়া-ইউরোপ বৈঠক কোথায় শুরু হল?
- ব্রাসেলস, বেলজিয়াম।