১৭ ই অক্টোবর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) আজকের দিনটি কোন দিবস হিসেবে পালিত হয়?
- ইন্টারন্যাশনাল ডে ফর দি এরাডিকেশন অফ প্রভার্টি (আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস)।
২) জাতীয় শিশু সুরক্ষা কমিশনের নতুন চেয়ারপার্সন কে নিযুক্ত হলেন?
- প্রিয়াঙ্ক কানুনগো
৩) কে এবছরের সোশ্যাল এন্ট্রাপ্রেনিউর অ্যাওয়ার্ড পেলেন?
- প্রেমা গোপালন।
৪) ষষ্ঠ বার্ষিকী ভারত আন্তর্জাতিক সিল্ক মেলা কোথায় বসতে চলেছে?
- নতুন দিল্লি।
৫)  কোন ভারতীয় লোকশিল্পী 2018 সালের ফাকুওকা আর্টস অ্যান্ড কালচার প্রাইজ জিতলেন?
- তেজন বাই।
৬) "মহারাজা প্রতাপ : দি ইনভিন্সিবল ওয়ারিয়ার" বইটি কার লেখা?
- রিমা হুজা।
৭) কোন ভারতীয় টেনিস তারকা সেন্টো ডোমিনগো ওপেন ট্রফি জিতলেন?
- লিয়েন্ডার পেজ।
৮) কোন টেনিস তারকা রেকর্ড সংখ্যক চারবার সাংহাই মাস্টার্স খেতাব জিতলেন?
- নোভাক জোকোভিক।
৯) প্রয়াত হলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা। কী নাম তার?
- পল অ্যালেন।
১০) বিশ্ব কোঙ্কনি পুস্তক পুরস্কার কে জিতলেন?
- এইচ এম পারনাল।
১১) চলতি ইয়ুথ অলিম্পিকে পুরুষদের ৫০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় কে সোনা জিতলেন?
- অস্কার পাতিন।
১২) ভারতের কোন রাজ্য বিশ্বের প্রথম ১০০ শতাংশ "অর্গানিক ফার্মিং" রাজ্য হিসেবে স্বীকৃতি পেল?
- সিকিম।